পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Police Headquarters Job Circular 2024) কর্তৃপক্ষ হতে ২১ মে ২০২৪ ইং প্রকাশ হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Police Headquarters Job Circular 2024
পুলিশ হেডকোয়ার্টার্স মোট ৩৯ জনকে ০৫টি জব ক্যাটাগরি পদে যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চাকরির দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৪ প্রকাশ করা হয়েছে।
সরাসরি/ডাকযোগে পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির আবেদন করা লাগবে। পুলিশ হেডকোয়ার্টার্স চাকরিতে আবেদন শুরুর দিন ২৬ মে ২০২৪ ইং ও শেষ করার দিন ১৫ জুন ২০২৪ ইং।
তারিখ ও সময়
প্রকাশের তারিখ | ২১ মে ২০২৪ ইং। |
আবেদন করার তারিখ: | ২৬ মে ২০২৪ ইং। |
আবেদনের শেষ তারিখ: | ১৫ই জুন ২০২৪ ইং। |
মোট শূন্য পদের হিসাব জানুন
পুলিশ হেডকোয়ার্টার্স মোট ০৫টি জব ক্যাটাগরি পদে ৩৯ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
শর্ত সাপেক্ষে ০৫টি জব ক্যাটাগরিতে ৩৯ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স আহবান করেছে।
পুলিশ হেডকোয়ার্টার্স চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৪ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩০ (ত্রিশ) বৎসরের মধ্যে (কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ১৮ বৎসর ও সর্বোচ্চ ৩২ বৎসর) নারী ও পুরুষ (Female & Male) শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।
পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।
Police Headquarters Job Circular 2024
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৪ এ আবেদন শুধুমাত্র সরাসরি/ডাকযোগে গ্রহণ করা হবে। পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির সরাসরি/ডাকযোগে আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলবে। এই সময়ের মধ্যে https://www.police.gov.bd/en/police_headquarter প্রবেশ করে নোটিশ বোর্ড (Notice Board) থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।
তারপর শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ০৩ কপি রঙিন সত্যায়িত ছবি, (Passport Size Photo) দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
অবশ্যই আবেদন পত্র ও খামের উপর সুস্পষ্টভাবে পদের নাম ও বিষয়ে উল্লেখ থাকবে। অবশ্যই নির্দিষ্ট সময়ে (আবেদন চলাকালীন সময়ে) অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে (দাখিল করতে হবে)।
এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির আবেদন ফি (Application Fee) অফিসিয়াল সার্কুলারের নির্দেশনা মোতাবেক কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে। আবেদন ফি পূরণ করার পদ্ধতি পরিষ্কারভাবে অফিশিয়াল সার্কুলার ইমেজে উল্লেখিত রয়েছে।
আমরা আরো পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৪
নিয়োগকর্তার/সংস্থার নাম | পুলিশ হেডকোয়ার্টার্স। |
নিয়োগকর্তার ধরন | সরকারি |
চাকরির ধরন কি? | সরকারি চাকরি। |
চাকরির সময় | স্থায়ী সরকারি চাকরি। |
জব ক্যাটাগরি | ০৫টি। |
মোট লোক সংখ্যা | ৩৯ জন। |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী পাশ হওয়া লাগবে। |
লিঙ্গ | নারী ও পুরুষ উভয়। |
অভিজ্ঞতার কতটুকু লাগবে? | নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী। |
বয়স সীমা কতটুকু? | ০১লা জুলাই ২০২৪ ইং তারিখ হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বৎসর, ও কোটা প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর হতে হবে। |
বেতন/গ্রেড | চাকরির বিজ্ঞপ্তিতে দেখুন। |
আবেদন করার পদ্ধতি/ধরন | সরাসরি/ডাকযোগ পুলিশ হেডকোয়ার্টার্স সার্কুলার অনুযায়ী। |
আবেদন ফি কত লাগবে? | ৭৫০ টাকা। |
ফি জমা দেওয়ার পদ্ধতি | ব্যাংক ড্রাফটের মাধ্যমে। |
প্রকাশের তারিখ | ২১ মে ২০২৪ ইং। |
আবেদন শুরুর দিন | ২৬ মে ২০২৪ ইং। |
আবেদনের শেষ দিন | ১৫ জুন ২০২৪ ইং। |
কতৃপক্ষের ওয়েবসাইট | https://www.police.gov.bd/en/police_headquarter |
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল ইমেজ/PDF
পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।
আপনার জন্য আমরা নিচে পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই পুলিশ হেডকোয়ার্টার্স জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।